ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ নারী প্রতি সহিংসতা বন্ধে ঐক্য বদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই আলোকে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।
দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি শোভাাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, হোসনে আরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।
এ সময় তিনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ রক্ষা এবং প্রযুক্তির সঠিক ও সতর্ক সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ নেন।