ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৯:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ধামইরহাট প্রতিনিধি (নওগাঁ) 

 

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যকে সামনে রেখে ধামইরহাটে  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে উপজেলা  প্রশাসন ও ধামইরহাট  দুর্নীতি দমন কমিশন (দুদক) মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করে।

 

মঙ্গলবার  ৯ ডিসেম্বর  সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান অতিথি  প্রশান্ত চক্রবর্তী । পরে একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

দুদক ধামইরহাট শাখার সভাপতি মো,হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান  সরদার এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী ,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান সহ সভাপতি মো,ফরিদুজ্জামান,সহ সভাপতি এম এ হোসাইন,সদস্য মো,লুৎফর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, রোভার স্কাউটস ও শিক্ষার্থীরা।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা, আশীষ কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন,  উপজেলা সমাজসেবা মো,ফসিউল ইসলাম , ধামইরহাট ওয়াল্ড ভিশন কর্মকর্তা মানুয়েল হাঁসদা,ধামইরহাট দুদক সদস্য নাদিরা পারভীন, শাম্মি আকতার সহ  অন্যান্য অতিথিরা।

 


   আরও সংবাদ