ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে র‌্যালি ও মানববন্ধন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৯:৪৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে র‌্যালি ও  মানববন্ধন

আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - পত্নীতলায় কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্পের আওতায় সোমবার বিকালে নারীর প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের কর্মসূচী উপজেলার পত্নীতলা ইউনিয়নের পত্নীতলা উচ্চ বিদ্যালয় মাঠে পালিত হয়েছে।

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় মূল প্রতিবেদন উপস্থাপন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা মু. একরামুল হক।

পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মজনুর রহমানের সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। এছাড়া উপস্থিত ছিলেন পত্নীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ২০টি গ্রামের প্রকল্পের উপকারভোগীগণ, গ্রাম্য নেতৃবৃন্দ, স্কুল শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ।

অতিথিবৃন্দ এসময় বলেন নারীর প্রতি যেকোন সহিংসতার কোনো অজুহাত হতে পারে না। সকলকে ডিজিটাল প্লাটফরম সচেতনার সহিত ব্যবহার করার পরামর্শ দিয়ে সকল প্রকার ডিজিটাল নির্যাতন বন্ধে ও শান্তির সমাজ গড়তে সকলকে এগিয়ে আসার অহ্বান জানান অতিথিবৃন্দ।
 


   আরও সংবাদ