ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। পাহাড়ি হিমেল বাতাসের প্রভাবে গত পাঁচদিন ধরে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের বেলায় ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, গত পাঁচদিন ধরে জেলার তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। একই দিন ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গত শনিবার সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১০ দশমিক ৫ ডিগ্রি, সোমবার ১০ দশমিক ৪ ডিগ্রি, মঙ্গলবার ১০ দশমিক ৪ ডিগ্রি, বুধবার ১০ দশমিক ৪ ডিগ্রি, বৃহস্পতিবার ৮ দশমিক ৪ ডিগ্রি, শুক্রবার ৯ দশমিক ৩ ডিগ্রি, শনিবার ৯ দশমিক ৩ ডিগ্রি, রোববার ৯ ডিগ্রি ও আজ সোমবার ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
তাপমাত্রা কম থাকলেও দিনের বেলায় সূর্য ওঠার পর তাপমাত্রা বাড়তে বাড়তে ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, ফলে দুপুরে কিছুটা উষ্ণতা মিলছে।
পঞ্চগড় পৌর এলাকার ডোকরোপাড়ার বাসিন্দা আবির হোসেন বলেন, দিনভর কিছুটা উষ্ণ আবহাওয়া থাকে এবং রোদও থাকে। তবে সন্ধ্যা নামলেই গরম কাপড় পরতে হয়।
শহরের রিকশাচালক আনোয়ারুল হক বলেন, রাত ও ভোরে প্রচণ্ড ঠান্ডা বাতাস থাকে। এ সময় হাড় কাঁপানো শীত অনুভূত হয়। তখন রিকশা চালাতে কষ্ট হয়, যাত্রীও কম থাকে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নেই। গত পাঁচদিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।