ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার
মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এ উপলক্ষে প্রথম দিনেই পাবনা-৫ (সদর) আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টায় পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছ থেকে তিনি তার মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র সংগ্রহকালে জেলা ও পৌর জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ও পাবনা-৪ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এ এস এম আব্দুল্লাহ, সহকারী সেক্রেটারি এস এম সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, পাবনা জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়া, পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাকারিয়া হোসাইন, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল সহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রিন্সিপাল ইকবাল হোসাইন। তিনি বলেন,
“গত ১৭ বছরে দেশের মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট দেওয়ার পরিবেশ ছিল না। কিন্তু এবার দেশের মানুষ ভোট দিতে প্রস্তুত। জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “যদি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে ইনশাআল্লাহ জনগণ তাদের ভোটের মাধ্যমে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে।”
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে এ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহে সক্রিয় হয়েছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা ও যাচাই কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।