ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাশিয়ান হাউসে বিজয় দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার


রাশিয়ান হাউসে বিজয় দিবস উদযাপন

ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডকুমেন্টারি ফ্লিম প্রদর্শনীর আয়োজন করা হয়।

ঢাকার রাশিয়ান হাউস, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট ও রুশ-বাংলা কল্যাণ সংস্থা যৌথভাবে বিজয় দিবস উদযাপন করে। এতে বক্তব্য রাখেন ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেক্সান্দারা এ খেলভনয়, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ, রুশ-বাংলা কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ আবদুল ওহাব প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেক্সান্দারা এ খেলভনয় বলেন, বাংলাদেশের উষ্ণতা, সাংস্কৃতিক গভীরতা এবং জনগণের অসাধারণ প্রত্যয় ও আকাঙ্ক্ষা আমাকে মুগ্ধ করেছে। আমাদের দুই দেশের  মধ্যে বন্ধুত্বের মূলে রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ঐতিহাসিক সমর্থন - সংহতির এক অবিস্মরণীয় অধ্যায় যা আমাদের অংশীদারিত্বকে অনুপ্রাণিত করে চলেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়াতে পেরে রাশিয়া আনন্দিত।

তিনি বলেন, বছরের পর বছর ধরে, রাশিয়া আর্থ-সামাজিক উন্নয়ন, জ্বালানি, শিক্ষা, বিজ্ঞান এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, আমাদের জনগণের মধ্যে বন্ধনকে শক্তিশালী করেছে।

মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ বলেন, ১৯৭১ সালে  ভারত ও রাশিয়া আমাদের বড় বন্ধু ছিল। রাশিয়া জাতিসংঘে আমাদের জন্য ভেটো দিয়েছিল। তারা ভেটো না দিলে যুদ্ধ আরও  দীর্ঘ হতো। সেজন্য আমরা রাশিয়ার প্রতি কৃতজ্ঞ।

অনুষ্ঠানে রাশিয়া নির্মিত ‘ন্যুরেমবার্গ: টাইম ফর ট্রুথ’ নামে  ডকুমেন্টারি ফ্লিম প্রদর্শনী করা হয়।
 


   আরও সংবাদ