ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পদকজয়ীদের পুরস্কার দিল বিওএ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


পদকজয়ীদের পুরস্কার দিল বিওএ

তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস ও ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে পদকজয়ী বাংলাদেশের ক্রীড়াবিদ ও কোচদের মোট ৩২ লাখ ৪০ হাজার টাকা অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

বিওএর আর্থিক পুরস্কার নীতিমালা অনুযায়ী তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমসে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত বাংলাদেশ পুরুষ ও মহিলা কাবাডি দলকে দলপ্রতি ৮ লাখ টাকা হারে মোট ১৬ লাখ টাকা প্রদান করা হয়। পাশাপাশি দলের সঙ্গে সংশ্লিষ্ট কোচদের দেওয়া হয় ৩ লাখ ২০ হাজার টাকা। এ গেমসে মোট পুরস্কারের পরিমাণ দাঁড়ায় ১৯ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচদের মোট ১৩ লাখ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে টেবিল টেনিস মিক্সড ডাবলসে রৌপ্যজয়ী খই খই সাই মারমা ও মো. জাভেদ আহমেদকে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট কোচকে ৬০ হাজার টাকা দেওয়া হয়।

ভারোত্তোলনে তিনটি ব্রোঞ্জ পদকজয়ী মার্জিয়া আক্তার ইকরাকে ২ লাখ টাকা হারে মোট ৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট কোচকে ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়। উশুতে ব্রোঞ্জ পদকজয়ী মোসা. শিখা খাতুনকে ২ লাখ টাকা এবং তার কোচকে ৪০ হাজার টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিওএর মহাসচিব মো. জোবায়েদুর রহমান রানা। তিনি বলেন, নিয়মিত ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আরও বাড়ানো সম্ভব। তিনি ক্রীড়াবিদদের সারা বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতা কামনা করেন।

তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমসের শেফ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর বলেন, ভালো ফল অর্জনের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসের শেফ দ্য মিশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো. সেলিম ফকির দেশের ক্রীড়ার মান উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ক্রীড়াবিদদের এই সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে। তিনি যুব সমাজকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, ২২ থেকে ৩১ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমসে বাংলাদেশ প্রথমবারের মতো পুরুষ ও মহিলা কাবাডিতে ব্রোঞ্জ পদক অর্জন করে। এছাড়া ৭ থেকে ২১ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিস, ভারোত্তোলন ও উশুতে একাধিক পদক জেতে বাংলাদেশ।


   আরও সংবাদ