ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অতীতের বস্তাপচা রাজনীতি পায়ের তলে ফেলতে চাই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


অতীতের বস্তাপচা রাজনীতি পায়ের তলে ফেলতে চাই

অতীতের বস্তাপচা রাজনীতি পায়ের তলে ফেলতে চাই বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, আমাদের নতুন রাজনীতি করতে হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত ‘যুব ম্যারাথন’ শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরে সকাল ৮টার দিকে ম্যারাথনটি শুরু হয়ে রাজধানীর কাঁটাবন, সায়েন্সল্যাব, ধানমন্ডি হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়।

ম্যারথন পূর্ব সমাবেশে জামায়াত আমির বলেন, অতীতের বস্তাপচা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই। আমাদের নতুন রাজনীতি করতে হবে। এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতি (পুরনো ধারার রাজনীতি) বাংলাদেশে যারা পাহারা দেবে, তারা অচল মালে পরিণত হবে। এখন এমন রাজনীতি করতে হবে— যে রাজনীতি দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে হবে; যে রাজনীতি দুর্নীতি, চাঁদাবাজ, দখলদার, মামলাবাজদের বিপক্ষে হবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাচ্ছি। এই বিজয়ই আমাদের দলের বিজয় হবে। বিজয়ের পথে বাধার যত দেয়াল তোলা হবে, যুবকেরা তা লাথি মেরে চুরমার করে দেবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। কেউ যেন নিজেকে অতি ধূর্ত মনে না করে। জনগণ এখন নিজের বুঝ বুঝতে শিখেছে। কাউকে আর ছাড় দেওয়া হবে না।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো কালো হাত সামনের দিকে এগিয়ে এলে সেই হাত জনগণ অবশ করে দেবে। কালো টাকার বিনিময়ে যারা মানুষকে কেনার দুঃসাহস দেখাবে, তাদের ছাই দেখাবে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের মোড়ক উন্মোচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


   আরও সংবাদ