স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।
জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) জামালপুর জেনারেল হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর এই গণশুনানীর আয়োজন করে।
সচেতন নাগরিক কমিটি-সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সনাক জামালপুরের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক মেহেদী মাহমুদ খানসহ ভূক্তভোগীরা বক্তব্য রাখেন।
এ সময় হাসপাতালে সেবা নিতে এসে নানান ভোগান্তির কথা তুলে ধরেন রোগী ও তাদের স্বজনরা। তারা হাসপাতালের নার্স ও স্টাফদের দুর্ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। প্রয়োজনের তুলনায় স্বল্প জনবল নিয়ে অধিক সংখ্যক রোগীর সেবা দেয়ায় তাদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সমস্যা সমাধানের আশ্বাস দেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সিভিল সার্জন ডা: মোহাম্মদ আজিজুল হক বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মান ক্রমাগতভাবে উন্নত হচ্ছে। তবে জনবল সংকটের কারণে কিছু কিছু জায়গায় কার্যক্রম বাস্তবায়নে প্রতিবন্ধকতা রয়েছে। সরকারি সেবকেন্দ্র বা প্রতিষ্ঠানগুলোকে নিজের মনে করতে হবে। সেবাগ্রহীতা ও সেবাপ্রদানকারী উভয়ের মধ্যে আন্তরিকতা বাড়ালে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। অন্যান্য বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় আরোও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করতে হবে। স্বাস্থ্যসহ সকল সরকারি সেবা ব্যবস্থা হয়রানিমুক্ত, জনবান্ধবমুখী এবং দুর্নীতিমুক্ত করতে প্রশাসনকে কাজ করতে হবে।
গণশুনানীতে অন্তত ৬০ জন সেবাগ্রহীতা, ভুক্তভোগী, নানা পেশাজীবি সাধারণ মানুষ অংশগ্রহণ করে। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেনের সঞ্চালনায় গণশুনানী অনুষ্ঠানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স, সাংবাদিক, বেসরকারী উন্নয়ন কর্মী, সনাক, এসিজি, ইয়েস সদস্যবৃন্দ এবং টিআইবি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।