আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে আংশিক ডুবে থাকা একটি নৌকা থেকে অন্তত ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (৬ ডিসেম্বর) দ্বীপটির দক্ষিণ–পশ্চিমে প্রায় ২৬ নটিক্যাল মাইল দূরে এ নৌকাটি দেখা যায়।
কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, নিহত সবাই পুরুষ। গুরুতর অবস্থায় উদ্ধার হওয়া দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে নৌকাটি ডুবেছে তা নিশ্চিত করতে মৃতদেহগুলোর ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এথেন্স নিউজ এজেন্সি জানায়, একটি তুর্কি কার্গো জাহাজ প্রথমে নৌকাটি লক্ষ্য করে সতর্কবার্তা দেয়। খবর পেয়ে গ্রিক কোস্টগার্ড দুটি নৌযান পাঠায়। পাশাপাশি উদ্ধার অভিযানে সহায়তার জন্য ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স একটি নৌকা, একটি বিমান ও একটি হেলিকপ্টার পাঠায়।
উদ্ধার হওয়া দুইজন জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি অস্থিতিশীল হয়ে পড়ে। যাত্রীদের আশ্রয়ের কোনো ব্যবস্থা ছিল না, খাবার–পানীয়ও ছিল না। নৌকাটি পানি নিয়েও ডুবছিল।
ইয়ারাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রাঙ্গুলিস জানান, নিহতদের সবাই তরুণ। তিনি বলেন, নৌকার দুই পাশ ক্ষতিগ্রস্ত থাকায় যাত্রীরা খুব ছোট জায়গায় গাদাগাদি করে ছিলেন।
গ্রিক রাষ্ট্রীয় টেলিভিশন ইইআরটি জানিয়েছে, মৃতরা পানিশূন্যতায় মারা যেতে পারেন—এই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
উত্তর আফ্রিকার লিবিয়া থেকে ইউরোপে পৌঁছানোর পথে সাম্প্রতিক সময়ে ক্রিট দ্বীপ অভিবাসীদের নতুন রুট হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।
সূত্র: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা