স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১৮:০৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৯ বার
স্টাফ রিপোর্টার:
ভূমিকম্পজনিত ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও করণীয় নির্ধারণের লক্ষ্যে “ভূমিকম্প–সচেতনতা ও আমাদের করণীয়” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে জাতীয় প্রেসক্লাবের হোসেন তোফাজ্জল মানিক মিয়া মিলনায়তনে ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবাধিকারভিত্তিক সংগঠন। দেশের জরুরি ও গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে জনমত গঠন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছে। সংগঠনটির উদ্যোগে খাদ্য ভেজালবিরোধী আন্দোলন, থ্যালাসেমিয়া রোগ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি, কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রমসহ নানামুখী সামাজিক কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।
সম্প্রতি সংঘটিত ভূমিকম্পজনিত ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে ভূমিকম্পের ফলে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করা এবং অযথা আতঙ্কিত না হয়ে বিজ্ঞানভিত্তিক প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।
গোলটেবিল আলোচনায় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভূমিকম্প ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, সাংবাদিক, সমাজকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা ভূমিকম্প-পূর্ব প্রস্তুতি, নিরাপদ ভবন নির্মাণ, জরুরি মুহূর্তে করণীয়, উদ্ধার কার্যক্রমে সমন্বয় এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও বৃহত্তর খুলনা সমিতির সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন,
“ভূমিকম্প বিষয়ে আমাদের মানুষের সচেতনতা ও প্রাথমিক জ্ঞানের ঘাটতি রয়েছে। নিজে এবং পরিবারের সদস্যদের ভূমিকম্পের সময় কীভাবে সুরক্ষিত রাখা যায়—সে বিষয়ে সবাইকে জানতে হবে। উন্নত দেশগুলো যেভাবে ভূমিকম্প দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে, আমাদেরও তেমনি পরিকল্পিত ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে।”
বক্তারা আরও বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করা হলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ ধরনের সচেতনতামূলক আলোচনা সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা সৃষ্টি করা জরুরি।
গোলটেবিল আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা ভূমিকম্প মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।