ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫ ২২:৫১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার


 যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা বিষয়ে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

সোমবার (১৫ ডিসেম্বর) দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ সতর্কতা জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশে নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা দিয়েছে পরবর্তী সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি একইসঙ্গে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভও যেকোনো সময় সংঘর্ষ ও সহিংসতায় রূপ নিতে পারে। তাই মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলতে এবং বড় সমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিজ দেশের নাগরিকদের জন্য মার্কিন দূতাবাস আরও যে পরামর্শ দিয়েছে, সেগুলো— আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, নিয়মিত স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ করা, ভিড় এড়িয়ে চলা এবং যেকোনো ধরনের বিক্ষোভ থেকে দূরে থাকা।


   আরও সংবাদ