ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্বর্ণের ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা দর বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১৯:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮ বার


স্বর্ণের ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা দর বৃদ্ধি

দেশীয় বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভরি প্রতি সর্বোচ্চ ৩ হাজার ৪৫২ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, রোববার (১৪ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি ও বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয়ের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।

বাজুস জানায়, নতুন মূল্য তালিকা রোববার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং সোমবার (১৫ ডিসেম্বর) দিনভর একই দামে দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।


   আরও সংবাদ