স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮৪০ বার
হারুনুর রশিদ,স্পেশাল প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার এলাকা পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার দায়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের র্যাবের।
র্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ( ১৭ আগস্ট ) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার পৌরসভার আওতাধীন বটতলী বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ০৬ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে হাতেনাতে আটক করে।
এসময় সেখান হতে ৬ টি সিপিইউ, ১০ হার্ড ডিস্ক, ৬ টি কম্পিউটার মনিটর, ৬ টি কি-বোর্ড, ৬টি মাউস জব্দ করেন র্যাব সদস্যরা।
আটককৃত ৬ জন হচ্ছে, ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর (শালুকডুবি) গ্রামের ইসলাম মন্ডলের ছেলে মেহেদী হাসান (২৬), ইকরগাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ফারুক হোসেন (২৮), শালবনপাড়ার দারাজ উদ্দীন মন্ডলের ছেলে আরমান হোসেন (২৮), তিলাবদুল (নামাপাড়া) গ্রামের বদ্দীনাথ হালদারের ছেলে শ্রী সুজন হালদার (২৪),জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে একলাছুর রহমান (২১), দঃ বানিয়াপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দীনের ছেলে শাহিনুর রহমান (২৭)।
ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল বলেন, ক্ষেতলাল থানায় র্যাব-৫ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।