আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৪ ১০:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। তাদের নিরাপত্তা মন্ত্রিসভা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পরিকল্পনা অনুমোদন করেছে।
বুধবার স্থানীয় সময় রাত ৪টা থেকে যুদ্ধবিরতি কর্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র এবং বিশ্ব নেতারা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।
তবে এই যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি সামরিক মুখপাত্র লেবাননের নাগরিকদের বাড়িতে বারণ করছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র অভিচায় আদরী লেবাননের নাগরিকদের বাড়ি ফেরার ব্যাপারে সতর্ক করে বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ আপনাদের বাড়ি ফেরার নিরাপদ সময় (তারিখ) জানিয়ে দেবে।
তিনি আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে তাদের বর্তমান অবস্থানেই থাকবে। যে গ্রামগুলি ইসরায়েলি সামরিক বাহিনী খালি করেছে অথবা যেখানে ইসরায়েলি বাহিনী অবস্থান করছে, সেগুলোর দিকে যাবেন না। আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য, এ এলাকায় যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।
গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করলে। তখন থেকেই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এই সংঘাত জড়িয়ে পড়ে। গত কয়েক মাসে সেই সংঘাত চরমে ওঠে। ইসরায়েল লেবাননে নজিরবিহীন হামলা চালাতে শুরু করে। ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত তিন হাজার ৮২৩ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ৮৫৯ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ইঙ্গিতের মধ্যেও ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় লেবাননে ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬০ জন।