ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নওগাঁর ধামইরহাটে নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান -২০২৪ অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪ ০৯:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার


নওগাঁর ধামইরহাটে নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান -২০২৪ অনুষ্ঠিত।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ঃ

 

নওগাঁর ধামইরহাটে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান-২০২৪ করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “স্বামী স্ত্রী মিলে কাজ করি, সুখী সবল পরিবার গড়ি”। 

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল তিনটার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শাখা ওয়াল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথান চৌকিদার। 

 

ইসলামি ফাউন্ডেশনের সহযোগিতায় ও ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামইরহাট  উপজেলা শাখা ইসলামি ফাউন্ডেশনের ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও ধর্মীয় নেতৃবৃন্দরা।

 

উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) বলেন, “খুতবার সময় নারী নির্যাতন প্রতিরোধে করণীয় এবং দিক নির্দেশনামূলক আলোচনার জন্য মসজিদের ইমামদের সহযোগিতা কামনা করেন। ”

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম কর্মকর্তা শারমিন আক্তার সুরভী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, উপজেলা জামে মসজিদের প্রেস ইমাম আবু ইউসুফ আলী, মোয়াজ্জেম আবু সুফিয়ান প্রমুখ।

 


   আরও সংবাদ