ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে বিক্ষোভকারীদের হামলা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৯৭ বার


আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে বিক্ষোভকারীদের হামলা

বিক্ষোভকারীদের হামলার কবলে পড়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চল সফরে গিয়ে তিনি বিপাকে পড়েন। ব্রিটিশ সবাদমাধ্যম বিবিসি এক প্রতিবদনে জানিয়েছে,  তাকে বহনকারী গাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। জানা গেছে, দেশটির সরকার চুবুত এলাকায় আবারো খনি খননের পরিকল্পনা করছে। সোনা, রূপা এবং ইউরেনিয়ামে সমৃদ্ধ আছে ওই এলাকা। 

সে কারণে ওই এলাকায় পুনরায় খননের পরিকল্পনা করছে আর্জেন্টিনা সরকার। সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এদিকে দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পাতাগোনিয়া যান দেশটির প্রেসিডেন্ট। দক্ষিণাঞ্চলীয় চুবুত প্রদেশে একটি কমিউনিটি সেন্টারের বাইরে থাকা প্রেসিডেন্টের গাড়ি ঘিরে ধরে স্থানীয়রা।

উত্তেজিত জনতা তার গাড়িতে পাথর নিক্ষেপ করেছে এবং অনেকে গাড়িতে কিল-ঘুষিও মেরেছে।


   আরও সংবাদ