ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৩৫ বার
লন্ডনে পুলিশ সদস্যের হাতে সারাহ ইভারার্ড নামে একজন তরুণী খুন হয়েছেন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করছে ব্রিটিশরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির মধ্যে শারীরিক দূরত্ব বিষয়ক বিধি না মেনে গতকাল শনিবার ক্লেপহাম কমনে বহু মানুষ বিক্ষোভ দেখান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্লেপহাম কমনে সাধারণ মানুষের ভীড় বাড়তে থাকলে পুলিশ সেখান থেকে নারীদের সরিয়ে দেওয়া শুরু করে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার হেলেন বল এ ব্যাপারে বলেন, নিয়ম ভঙ্গ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। অবশ্য আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি বলেন,পুলিশের প্রতিক্রিয়া যথাযথ ও সময় উপযোগী ছিল না। এ ব্যাপারে লন্ডন পুলিশের জরুরি ব্যাখ্যা চাইবেন বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বন্ধুর বাড়ি যাওয়ার পথে এ বছরের ৩ মার্চ নিখোঁজ হন ৩৩ বছর বয়সী সারাহ ইভারার্ড। গত বুধবার দক্ষিণ-পূর্ব লন্ডন থেকে ৫০ মাইল দূরে উডল্যান্ড এলাকা থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে লন্ডনের একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওই তরুণীকে অপহরণ ও হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তিটি পুলিশের কর্মকর্তা হওয়ার কারণে নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।