ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দেশে করোনায় একদিনে মৃত্যু ১১ জনের, নতুন শনাক্ত ১৮৬৫ জন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৯৪ বার


দেশে করোনায় একদিনে মৃত্যু ১১ জনের, নতুন শনাক্ত ১৮৬৫ জন

নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা কিছুটা কমেছে। গেল ২৪ ঘণ্টায় ১১ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশে ৮ হাজার ৬০৮ জনের মৃত্যু হল। এসময় শনাক্ত গেল কয়েকদিনের তুলনায় আরো কিছুটা বেড়েছে। একদিনে নতুন করে ১ হাজার ৮৬৫ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দৈনিক এই শনাক্তের সংখ্যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গতবছরের ১৫ ডিসেম্বর এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ১ হাজার ৮৭৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশের ২১৯টি ল্যাবের তথ্য তুলে ধরে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় দেশে ২৪ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪৩ লাখ ২৮ হাজার ২৬৯টি নমুনা পরীক্ষা করা হল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে আরও এক হাজার ৫১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ১৫ হাজার ৯৮৯-এ। তবে শনাক্ত বাড়লেও নমুনা পরীক্ষাও বেড়েছে বেশ। সে হিসাবে কমেছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার কিছুটা কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৮ শতাংশে। আর এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৮ জন পুরুষ আর নারী ৩ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন। আর মারা যাওয়া ১১ জনের মধ্যে ৮ জনেরই বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। মৃতদের মধ্যে ৮ জন ঢাকা বিভাগের, ১ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন খুলনা বিভাগের, ১ জন সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন।


   আরও সংবাদ