ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল যুবক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৭১ বার


ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল যুবক

গ্রামীণ সড়ক দিয়ে ইটভাটার মাটির ট্রাক্টর চলাচলে বাধা দেয়ায় ব্যাংক কর্মকর্তা ফয়সাল আহম্মেদকে হাত-পা ভেঙে দিল বখাটে যুবক কামাল উদ্দিন। বুধবার সন্ধ্যার পূর্বে নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের হারিনকাটা-বাবুপুর শ্রীপুর সড়কের বাবুপুর শ্রীপুর গ্রামে কালু ডাক্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ফয়সাল ফেনীর দাগনভূঁইয়া মার্কেন্টাইল ব্যাংকের সহকারী ক্যাশ ইনচার্জ ও স্থানীয় বাবুপুর শ্রীপুর গ্রামের ডা. আবদুর রাজ্জাক ওরফে কালু ডাক্তারের ছেলে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতে একই এলাকার নাদু মিয়ার ছেলে আবদুল মতিন মেম্বার ও হারুন রশিদের ছেলে চৌধুরীকে আটক করে। স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে হারিনকাটা- বাবুপুর শ্রীপুর সড়ক দিয়ে পার্শ্ববর্তী বিজয় ব্রিকসের মাটি বহন করছে আসছে। এতে নতুন কার্পেটিং করা রাস্তার বিভিন্ন স্থানে সমস্যা হবে এই বলে গাড়ির চালককে ট্রাক্টর চালাতে বারণ করেন ব্যাংক কর্মকর্তা। তার কথা না শোনায় তিনি রাস্তার মধ্যে একটি খুঁটি পুঁতে রাখার চেষ্টা করেন ঘটনার দিন।

এ সংবাদ পেয়ে পার্শ্ববর্তী বাড়ির আবদুর রবের ছেলে কামাল উদ্দিন এসে মাটি খোঁড়ার যন্ত্র (লোহার খন্তা) দিয়ে এলোপাতাড়ি হামলা ও পিটিয়ে আহত করে ফয়সালকে। এ সময় তার চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এসে  ফয়সালকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করেন।

সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে এক্স-রে পরীক্ষা দেয়। সেই রিপোর্টে একটি পা ও হাতের কবজি ভেঙে গেছে বলে জানান ডাক্তার।এ সময় কর্তব্যরত ডাক্তার তার অবস্থা গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে ঢাকার পুঙ্গ হাসপাতালে রেফার করে।

এ ঘটনায় আহত ফয়সালের পিতা ডা. আবদুর রাজ্জাক বাদী হয়ে বুধবার রাতে সেনবাগ থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ রাতে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই এলাকার নাদু মিয়ার ছেলে আবদুল মতিন মেম্বার ও  হারুন রশিদের ছেলে চৌধুরীকে আটক করে। অভিযুক্ত কামাল হোসেনের সঙ্গে দীর্ঘ সময় যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি. মো আবদুল বাতেন মৃধা জানান, আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


   আরও সংবাদ