নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৭৪ বার
আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার, “মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” মাস্ক পড়া নিশ্চিত করি, করোনা মুক্ত দেশ গড়ি সহ নানা স্লোগান নিয়ে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে জেলার অন্যান্য উপজেলার মতো পত্নীতলায় কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় পত্নীতলা থানা চত্বর থেকে আরম্ভ হওয়া উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ সামসুল আলম শাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নজিপুর পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মজিদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা সহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।
কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত একটি র্যালী এসময় উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এবং সাধারন মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরন করা হয়।