নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৮৯ বার
ইসমাইল হোসেন পোরশা নওগাঁ প্রতিনিধিঃ ২২মার্চ ২০২১ বাংলাদেশ আওয়ামী লীগ পোরশা উপজেলা শাখার ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত দিনব্যাপি কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে ঐ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাতজন প্রাথী থাকলেও প্রার্থিতা প্রত্যাহারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আনোয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী ছিলেন। নির্বাচনের মাধ্যমে ২০৫ ভোট পেয়ে মোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফখরুদ্দিন আলী আহম্মেদ পেয়েছেন ২৫ ভোট। ভোট শেষে সভাপতি ও সম্পাদকের নাম খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি ঘোষণা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু, মাহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছলিম উদ্দিন তরফদার এম.পি, নওগাঁ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এম.পি ও আনোয়ার হোসেন হেলাল এম.পি।
উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক এম.পি শাহিন মনোয়ারা হক, পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান হোসেন, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে সকাল ১১টায় পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক।