ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে চলছে শনির দশা

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৮৬ বার


ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে চলছে শনির দশা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- শনির দশা ভর করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে। যান্ত্রিকত্রটির কারণে গত রোববার ও সোমবার তিনদফায় প্রায় ২২ ঘন্টা আখ মাড়াই বন্ধ ছিল। এতে মিলটির আখ চাষীরা পড়েছেন বিপাকে। গাড়িতে আখ বোঝাই করে মিলে এনে নির্ঘুম রাত কাটাচ্ছেন কৃষকদের। জানা গেছে, গত ১৮ ডিসেম্বর ২০২০-২০২১ মাড়াই মৌসুম শুরু করে মোবারকগঞ্জ সুগার মিল। রোববার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মিলের বয়লারের বিয়ারিং ভেঙে যাওয়ায় আখ মাড়াই বন্ধ হয়ে যায়। মেরামতের পর আধাঘন্টা মিল চালু হওয়ার পর আবারও যান্ত্রিকত্রুটির কবলে পড়ে মিলটি। পুনরায় ১১ ঘন্টা পর রোববার দিনগত রাত ২ টার দিকে আবারও মিলটি চালু হয়।

এরপর সোমবার সকাল ৯ টার দিকে আবারও মিলটির একটি ক্যারিয়ারের শ্যাপ ভেঙে যায়। এরপর দুপুর ২টার দিকে পুনরায় মিলটি চালু হয়। সরেজমিন দেখা যায়, বিভিন্ন গাড়িতে আখ বোঝাই করে ওজন দেওয়ার অপেক্ষায় মিলে দাঁড়িয়ে আছে চাষীরা। কেউ আখের উপর ঘুমিয়ে আছেন। মিলগেটে অপেক্ষমান চাষীরা জানান, গত রোববার সকাল ১১ টা থেকে মিলের সামনে অবস্থান করছি। এখানেই রাত কাটাতে হয়েছে। মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন মুঠোফোনে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মিলের আখ মাড়াই বন্ধ ছিল। সোমবার দুপুর দুইটার দিকে আখ মাড়াই আবার শুরু হয়েছে।


   আরও সংবাদ