ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

উইঘুর নির্যাতন: চীনের ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৫৮ বার


উইঘুর নির্যাতন: চীনের ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা

সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নির্যাতনের ঘটনায় চীনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেশিরভাগ পশ্চিমা দেশ।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিবিসির ওই প্রতিবেদে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা থেকে চীনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বেইজিংয়ের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে পশ্চিমা দেশগুলো। গতকাল সোমবার পশ্চিমা দেশগুলো সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা জারি করে।

নিষেধাজ্ঞার আওতায় চীনের চারজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা এবং তাদের ভ্রমণের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার কবলে পড়দের মধ্যে জিনজিয়াংয়ের পুলিশ প্রধান রয়েছেন। এই পদক্ষেপের বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের ১০ জন ব্যক্তি ও চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চীন।


   আরও সংবাদ