নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৬০ বার
বখতিয়ার রহমান,পীরগঞ্জ(রংপুর) ঃ রংপুরের পীরগঞ্জে এক দিনে ১৯ জনের মৃত্যুর ঘটনায় আ’লীগ, মুক্তিযোদ্ধা পরিবার , ক’টি গ্রামবাসী সহ উপজেলার বিভিন্ন মহলের মাঝে সৃষ্ট শোক কাটছেই না । পরিবার গুলিতে এখনও শোকের মাতম অব্যহত রয়েছে ।
সুত্রে জানা গেছে, গত শুক্রবার সারা দেশের ন্যায় যখন পীরগঞ্জের বিভিন্ন স্থানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন চলছিল, সে সময় দুপরে উপজেলা সদরস্থ নিজবাসায় ইন্তেকাল করেন পীরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড, আজিজুর রহমান রাঙ্গার স্ত্রী হাসনা বেগম । এ মৃত্যুতে উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠন স্হ বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া । এ শোক কাটতে না কাটতেই দুপুরের পর পীরগঞ্জে পৌঁছে রাজশাহী শহরের উপকন্ঠে কাটাখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পীরগঞ্জের ১৭ জনের মৃত্যুর দুঃসংবাদ ।
রাজশাহী নগরীর উপকণ্ঠে কাটাখালী থানার সম্মুখের মহাসড়কে বাস, মাইক্রোবাস ও হিউম্যান হলারের (লেগুনা) ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৭ জনের সকলেই রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসীন্দা।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন, দাড়িকাপাড়া গ্রামের আফছার আলীর পুত্র পেশায় মেকানিক মোকলেছার রহমান (৪৫), তার স্ত্রী পারভীন (৩৫) ও পুত্র কলেজ ছাত্র পাভেল (১৯),দুরামিঠিপুর গ্রামের আলহাজ্ব মজিবর রহমানের পুত্র শহিদুল ইসলাম (৪৫), চৈত্রকোল ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের ইয়াছীন আলীর পুত্র বর্তমানে রাজারামপুর গ্রামে বসবাসরত ব্যবসায়ী সালাহউদ্দিন (৩৫), সালাহ উদ্দিনের স্ত্রী সামছুন্নাহার (২৫), বড় শ্যালিকা কামরুন্নাহার (৩৮), পুত্র সাজিদ (১১) ও মেয়ে আফিয়া খাতুন সাফা (২), বড় মজিদপুর গ্রামের মৃত জোনাব আলীর পুত্র ব্যবসায়ী ফুল মিয়া (৪০), স্ত্রী নাজমা খাতুন (৩৫), তার পুত্র ফয়সাল (১৩), মেয়ে সুমাইয়া (৮), মেয়ে সাদিয়া (৪), উপজেলা সদরের প্রজাপাড়া গ্রামের সামছুল ইসলামের পুত্র মেকানিক তাজুল করিম ভুট্টু (৫০), স্ত্রী মুক্তা বেগম (৪২) ও ছেলে ইয়ামীন (১৩)। অপ্রত্যাশিত এমন মৃত্যু সংবাদে বিভিন্ন গ্রামবাসীর পাশাপাশি অনেকটাই শোকাহত হয়ে পড়ে গোটা উপজেলা বাসী ।
পীরগঞ্জ বাসীর এ শোকের মাঝেই সংযেজন হয় বিকাল ৪ টার পর উপজেলার খালাশপীরের সন্নিকটে সড়ক দুঘটনায় পীরগঞ্জ উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন এর মৃত্যু সংবাদ। এ মৃত্যু সংবাদও উপজেলার মুক্তিযোদ্ধা পরিবার সহ বিভিন্ন মহলকে স্তব্ধ করে । অনেকে তাদের প্রতিক্রিয়ায় জানান, তারা তাদের দীর্ঘ দিনেও পীরগঞ্জে ১ দিনে এত সংখ্যক মৃত্যুর সংবাদ পাননি ।