ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইমরান খানের শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪২৯ বার


বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইমরান খানের শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার এক  বার্তায় ইমরান খান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে পাকিস্তান সফরেরও আমন্ত্রণ জানান। খবর আনাদোলুর।

একইসঙ্গে তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষির্কী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ইমরান খান তার শুভেচ্ছা বার্তায় লেখেন, আমি এবং আমার দেশবাসীর পক্ষ থেকে বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণ এবং প্রধানমন্ত্রীকে জাতীয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, একই ইতিহাস, একই বিশ্বাস, আর আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থ অভিন্ন হওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান বিশেষ মূল্য দেয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনির্মাণে দুই দেশের মানুষের প্রত্যাশা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমাদের স্মরণ করিয়ে দেয় দুই দেশের জনগণের মধ্যে পুনর্মিত্রতা ও বন্ধুত্বের দূরদর্শী চিন্তাকে। যা পাকিস্তান ও বাংলাদেশের নেতারা সযত্নে লালন করেছিলেন। বাংলাদেশে ১৭ মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে।


   আরও সংবাদ