নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৮২ বার
সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নয়শীল দেশে উত্তরণ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে ফিতা কেটে মেলায় প্রবেশ করে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রদর্শনী চিত্র পরিদর্শন করা হয়।
পরিদর্শন শেষে আলোচনা সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার অনলাইনে যুক্ত থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ও বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ
উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান।