ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঝিনাইদহে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৩২ বার


ঝিনাইদহে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ‘বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কেসি কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার। আগামীকাল রোববার এ মেলা শেষ হবে। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৬০ টি স্টল স্থান পেয়েছে।


   আরও সংবাদ