ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মিয়ানমার সেনাবাহিনীর নিন্দা জানাল ১২ দেশের প্রতিরক্ষা প্রধান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৫৪ বার


মিয়ানমার সেনাবাহিনীর নিন্দা জানাল ১২ দেশের প্রতিরক্ষা প্রধান

বিক্ষোভকারীদের নির্বিচারে গণহত্যার ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর নিন্দা জানিয়েছে ১২ দেশের প্রতিরক্ষা প্রধান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পর বিক্ষোভে অংশ নিয়ে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাদের জন্যও শোক প্রকাশ করেছেন ১২টি দেশের প্রতিরক্ষা প্রধান।

জানা গেছে, আজ রবিবার যৌথ ওই বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়া।

প্রতিরক্ষা প্রধানরা ওই বিবৃতিতে জানান, কোনো পেশাদার সামরিক বাহিনীকে আন্তর্জাতিক মান অনুসরণ করে জনগণের সঙ্গে আচরণ করা দরকার। মনে রাখা দরকার, জনগণের সুরক্ষা দেওয়ার জন্য তারা, ক্ষতি করার জন্য নয়; তাদের উচিত- লোকদের সেবা করা।

জানা গেছে, বিবৃতিতে স্বাক্ষর করা অন্য দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, জার্মানি, গ্রিস, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ড।


   আরও সংবাদ