ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৩৯তম দিনে চলে গেলেন মৃত মোশতাকের বাবা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৬১ বার


৩৯তম দিনে চলে গেলেন মৃত মোশতাকের বাবা

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সম্প্রতি কারাগারে মারা যাওয়া লেখক ও অ্যাক্টিভিস্ট মুশতাক আহমেদের বাবা আবদুর রাজ্জাক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুশতাকের মৃত্যুর ৩৯তম দিনে তিনিও চলে গেলেন ছেলের কাছে। মুশতাকের সহযোদ্ধা দিদারুল ভূঁইয়া জানান, কয়েকদিন ধরে মুশতাকের বাবা, মা, স্ত্রী সবাই করোনাক্রান্ত ছিলেন। তার বাবা ও স্ত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বাবার অবস্থা একটু বেশি খারাপ ছিল।

তিনি জানান, প্রথমে লালমাটিয়ায় একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে রোগী বেড়ে যাওয়ায় নিয়মিতভাবে অক্সিজেন দেওয়ার সুযোগ কমে যায়। চিকিৎসকের পরামর্শে সোমবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় তাকে এভারগ্রিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, সেখানে আধা ঘণ্টার মধ্যে পরপর দুই বার ম্যাসিভ হার্ট অ্যাটাক করলে তার মৃত্যু হয়।

মুশতাকের বাবা তাকে দেখতে চেয়েছিলেন উল্লেখ করে দিদার আরো লেখেন, 'গতমাসে আংকেল কয়েকবার ফোন করেছিলেন। বলছিলেন, তোমার আন্টি খুব অস্থির হয়ে গেছেন, নতুন যে দুইটা ছেলে জেল থেকে বের হইছে, মুশতাকের সাথে একই জেলে ছিল, শেষ কয়েকদিন, তাদের নিয়ে আমাদের বাসায় এসো। তোমার আন্টি তাদের সাথে কথা বলতে চান। সবসময় আন্টির দোহাই দিতেন। কিন্তু উনার কণ্ঠের আকুতি লুকাতে পারতেন না কখনো।'

দেখা করতে না পারার আক্ষেপ ঝরেছে দিদারের কণ্ঠে। লিখেছেন, 'আমি খুব চেষ্টা করছিলাম। কিন্তু আমার ব্যস্ততা, সেই দুইজনের ব্যস্ততা, সব মিলিয়ে কুলিয়ে উঠতে পারলাম না। যখন, পারলাম তখন উনাদের এপার্টমেন্টে লকডাউন, করোনার কারণে বাইরের লোকের প্রবেশ নিষিদ্ধ। আংকেলের সাথে দেখা করার আর কোনো সুযোগ থাকলো না আমার। আহারে!'


   আরও সংবাদ