নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭১৬ বার
বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর) ঃ রংপুরের পীরগঞ্জে ভূয়া পিতা সাজিয়ে আপন ৫ ভাই কর্র্তৃক দু’বোনকে বাদ দিয়ে জমি রেজিষ্ট্রি করে নেয়ার ঘটনা ঘটেছে । আর এ ঘটনাটি প্রকাশ পাওয়ায় জমি প্রাপ্তি থেকে বঞ্চিত দু’বোনের কান্না আর আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়েছিলো। সোমবার দুপুরে পীরগঞ্জ সাব-রেজিষ্ট্রার অফিস চত্বরে এ দৃশ্যের অবতারণা হয়।
জানা গেছে, উপজেলার চতরা ইউনিয়নের ঘাষিপুর গ্রামের প্রয়াত সরবেশ সরকারের ছেলে মোসলেম উদ্দীন সরকারের বিবাহিত ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে । মোসলেম উদ্দিন অসুস্থ থাকাবস্থায় তার ৫ ছেলে সিরাজুল ইসলাম, মোজাফফর, তোজাম্মেল, নুরুল ইসলাম ও ইসাহাক তাদের আপন বিবাহিতা দু’বোন মোকছেদা বেগম ও কন্যাতুন্নেছাকে বঞ্চিত করে চলতি ২০২১ সনের ২০ জানুয়ারী জনৈক মগলু মিয়াকে পিতা সাজিয়ে একটি দলীল সম্পাদন করে নেন । যার দলীল নং-৮৪৯ । উক্ত মগলু মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ধাওয়া মাঝিয়ান গ্রামের মোজাফর হোসেনের ছেলে ।
এদিকে সাম্প্রতিক সময়ে প্রকৃত পিতা মোসলেম উদ্দিন মারা গেলে ২ বোন ওয়ারিশ হিসেবে তাদের পিতার রেখে যাওয়া জমি প্রাপ্য অংশ দাবী করেন । এ সময় ভাইয়েরা ২ বোনকে জানান তাদের পিতা জীবিত থাকাকালিন সময়ে ১ একর জমি ভাইদের নামে রেজিষ্ট্রি করে দিয়েছেন । সোমবার দু’বোন মোকছেদা বেগম ও কন্যাতুন্নেছা পীরগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসে দলীলটির সত্যতা যাচাই করতে এসে ভুয়া পিতা সাজিয়ে জমি রেজিষ্ট্রির বিষয়টি অবহিত হন ও কান্নায় ভেঙ্গে পড়েন ।
এ ব্যাপারে পীরগঞ্জ সাব-রেজিষ্ট্রার খালেদা সুলতানা বলেন, দায়িত্বে থাকা কালীন সময়ে দলিল রেজিষ্ট্রি সম্পাদনের সময় প্রকৃত দাতাকে চিহ্নিত করার সুযোগ নেই। এটি সনাক্ত করবেন সংশ্লিষ্ট দলিল লেখক। দলিলে দাতার ছবি ও উপস্থিত দাতা ব্যক্তির চেহারা মিলিয়ে দলিল সম্পাদন করা হয়। তবে যে ঘটনাটি ঘটেছে সেটি দুঃখজনক। তদন্ত করে দলিল লেখকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।