ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মানুষ মানছে না লকডাউন, ঢাকাতে যানজট

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৫১ বার


মানুষ মানছে না লকডাউন, ঢাকাতে যানজট

অপরাধ ডেস্ক: লকডাউনের চতুর্থ দিনে রাজধানী ঢাকার সড়কে ব্যক্তিগত গাড়ির রাজত্ব। করোনা নিয়ন্ত্রণে মানুষকে ঘরে রাখতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। অথচ সকাল থেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়ে রাস্তা দখলে রেখেছে মানুষ। শনিবার (১৭ এপ্রিল) রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে দেখা যায়, স্বাভাবিক সময়ের মতোই লেগে আছে যানজট। নেই শুধু গণপরিবহন। গাড়ির পরিমাণ বেশি হওয়ার কারণে কার কাছে মুভমেন্ট পাস আছে আর কে কোন কারণে বের হয়েছে তা পরীক্ষা করতেও হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এক এক করে গাড়ি পরীক্ষা করতে গেলেও বেড়ে যায় যানজট।

 

লকডাউনের মধ্যেই মিরপুর এলাকায় রিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। নগরীর সোনারগাঁ হোটেলের সামনের রাস্তায় টিকিট বিড়ম্বনায় পড়ে প্রবাসীরা সড়কে অবস্থান নিয়েছে। গত শুক্রবার ছুটির দিনে রাজধানীর সড়কগুলো ফাঁকা থাকলেও লকডাউনের চতুর্থ দিনে আজ সকাল থেকেই আবারও রাস্তায় মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। নানান অজুহাতে লোকজন প্রাইভেটকার, মোটরসাইকেল, রিকশা ও পায়ে হেঁটে রাস্তায় বের হয়।

এদের মধ্যে কেউ কেউ সত্যিকারের প্রয়োজনে রাস্তায় বের হলেও অনেকেই ঘরে বসে না থাকতে পেরে রাস্তায় বের হয়েছেন বলে জানা গেছে। লোকজনের এহেন চাপের কারণে রাস্তাগুলো ব্যস্ত হয়ে যায়। যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কাকলি, বনানী, বাড্ডা, রামপুরা, মগবাজার, বাংলামোটর, পুরানা পল্টন এলাকার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে দেখা গেছে।

নগরীর প্রতিটি সড়কে পুলিশের চেকপোস্ট থাকায় দায়িত্বরত সদস্যরা সব ধরনের যানবাহনের মুভমেন্ট পাস দেখতে চায়। বনানী ক্রসিং এলাকায় পুলিশের চেকপোস্টে সব যানবাহনকে থামিয়ে যাত্রী এবং গাড়ির মুভমেন্ট পাস চেক করা হয়। একসঙ্গে অনেক গাড়ি এসে চেকপোস্টে থামে। এরপর এক এক করে পুলিশ সদস্যরা মুভমেন্ট পাস চেক করতে থাকে। মুভমেন্ট পাস চেক করার ধীর গতির কারণে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট একপর্যায়ে কাকলি পর্যন্ত পৌঁছে যায়।

এদিকে আজও মিনি ট্রাক ও পিকআপ ভ্যানে লোকজনকে ঢাকা ছাড়তে এবং ঢাকায় প্রবেশ করতে দেখা গেছে। রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল, বাবুবাজার, আব্দুল্লাহপুর এলাকায় সকাল থেকেই লকডাউন উপেক্ষা করে লোকজনকে ঢাকা ছাড়তে এবং ঢাকায় প্রবেশ করতে দেখা গেছে। এক একটি পিকআপ ভ্যানে ও মিনি ট্রাক ১০জন ১৫ জনকে স্বাস্থ্যবিধির বিধিনিষেধের তোয়াক্কা না করেই আসা যাওয়া করতে দেখা যায়। যাত্রাবাড়ীতে পুলিশ এসব যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেয়। মুভমেন্ট পাস না থাকায় অনেক যানবাহনের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।


   আরও সংবাদ