ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চিন্তা রয়েছে ঈদের আগে লকডাউন শিথিলের : কাদের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৫৬ বার


চিন্তা রয়েছে ঈদের আগে লকডাউন শিথিলের : কাদের

অপরাধ ডেস্ক: জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারা দেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তাভাবনা করছে। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক সভায় লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভা থেকে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে যাচ্ছে। তবে সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন মিললে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

গতকাল রোববার রাতে করোনা মোকাবিলাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ভার্চ্যুয়াল সভায় কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে। করোনা মোকাবিলায় ১৪ এপ্রিল থেকে লকডাউন চলছে। ২১ এপ্রিল তা শেষ হওয়ার কথা। এর আগে ৫ এপ্রিল থেকে শর্ত সাপেক্ষে বিধিনিষেধ চলছিল। আরও সাত দিন বাড়ালে লকডাউন চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।


   আরও সংবাদ