ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬০৩ বার
অপরাধ ডেস্ক: করোনাভাইরাসকে হারিয়ে দিয়ে স্বনামধন্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৷ আবুল হায়াতের মেয়ে অভিনেত্রী নাতাশা হায়াত মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। নাতাশা হায়াত বলেন, 'আব্বার রিপোর্ট নেগেটিভ এসেছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তিনি আব্বাকে সুস্থ করে দিয়েছেন। এখন আব্বা পুরোপুরি সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।'
গত মাসের শেষের দিকে করোনায় আক্রান্ত হন আবুল হায়াত। ৩১ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৬ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন। বাসাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে চলছিলো তার চিকিৎসা।