ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন ডা. শামসুজ্জামান

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১৬ বার


করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন ডা. শামসুজ্জামান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার (এনআইএলএমআরসি)-এর সদ্য অবসরে যাওয়া পরিচালক অধ্যাপক ডা. শামসুজ্জামান তোষার। আজ শনিবার (২৪ এপ্রিল) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন) তিনি।

এনআইএলএমআরসি-এ শেষ কর্মদিবসেই করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন অধ্যাপক ডা. শামসুজ্জামান তোষার। শনাক্ত হওয়ার পর একদিন বাসায় থাকার পর তাঁকে ভর্তি করা হয় রাজধানীর শেখ রাসেল হাসপাতলে। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক এবং আইইডিসিআর-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডা. শামসুজ্জামান। 


   আরও সংবাদ