ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ব্রাহ্মণবাড়িয়ায় সুবজসাথী জাতের ধানের নমুনা শস্য কর্তন

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৭৩ বার


ব্রাহ্মণবাড়িয়ায় সুবজসাথী জাতের ধানের নমুনা শস্য কর্তন

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় লাল তীর হাইব্রিড সুবজসাথী জাতের ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরতলীর ঘাটুরা এলাকার কৃষক আবুল কালামের জমিতে এ জাতের ধানের কর্তন উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তোফায়েল মুন্সি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরকার নাসির উদ্দিন, লাল তীর সীড লিমিটেডের রিজিওন্যাল ম্যানেজার কৃষিবিদ জহিরুল ইসলাম, লাল তীর সীড লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী, টেরিটরি ম্যানেজার ওমর ফারুক ও কৃষক আবুল কালাম প্রমুখ।

  • ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তোফায়েল মুন্সি বলেন, জেলায় লাল তীর হাইব্রিড ধান বীজ সুবজসাথী তিন হাজার ৪৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। জেলায় ৪২০ হেক্টর জমিতে এ ধানের জাত রোপণ করা হয়। বিঘা প্রতি ৩০ মণ ফলন পাওয়া গেছে। করোনাকালীন খাদ্য সংকট মোকাবিলায় এই হাইব্রিড সুবজসাথী ধান ব্যাপক সাড়া জাগাবে।


   আরও সংবাদ