নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৭৩ বার
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় লাল তীর হাইব্রিড সুবজসাথী জাতের ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরতলীর ঘাটুরা এলাকার কৃষক আবুল কালামের জমিতে এ জাতের ধানের কর্তন উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তোফায়েল মুন্সি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরকার নাসির উদ্দিন, লাল তীর সীড লিমিটেডের রিজিওন্যাল ম্যানেজার কৃষিবিদ জহিরুল ইসলাম, লাল তীর সীড লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী, টেরিটরি ম্যানেজার ওমর ফারুক ও কৃষক আবুল কালাম প্রমুখ।