নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭০৪ বার
আইন আদালত ডেস্ক: গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারা দেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে। এতে গত ১১ কার্যদিবসে নিম্ন আদালতে ২০ হাজার ৩৯ জন কারাবন্দি জামিন পেয়েছেন।
সাইফুর রহমান আরো জানান, এর মধ্যে গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) ভার্চুয়ালি শুনানি নিয়ে সারা দেশে অধঃস্তন আদালতে ২ হাজার ৭২৮টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। এতে জামিন পান ১ হাজার ৩৯৫ জন হাজতি।