ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নতুন কাজে পাওয়া যাবে না তাহসানকে!

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭১৯ বার


নতুন কাজে পাওয়া যাবে না তাহসানকে!

গান ও অভিনয় নিয়ে সমান্তরাল ব্যস্ত সময় কাটে তাহসান খানের। সম্প্রতি শীর্ষ একটি ই-কমার্স প্রতিষ্ঠানের আইকনিক ফেস হিসেবে যুক্ত হলেন। এটির প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

তবে তাহসান বললেন ভিন্ন কথা। জানালেন, এবারের ঈদটা ভিন্নভাবে হবে। কারণ নাটকে ও গানে সেভাবে পাওয়া যাবে না তাকে।

এবার ঈদের জন্য একদমই কাজ করেননি তিনি। ‘এখন অভিনয় নিয়ে একদমই ভাবছি না। ঈদের যেসব নাটক ও টেলিছবির প্রস্তাব পেয়েছিলাম, তা ফিরিয়ে দিয়েছি। কারণ করোনা ও লকডাউন। লকডাউনে কোনও কাজই করিনি। আগে যেসব নাটকে কাজ করেছি, তার কোনোটা যদি ঈদে প্রচার হয়, তাহলে ছোটপর্দায় আমাকে দেখা যেতে পারে।’

অন্যদিকে, একটি নতুন গান প্রকাশের কথা ছিল, সেটিও হচ্ছে না বলে জানালেন এই গায়ক। বলেন, ‘‘আমার ‘সেই তুমি’ গানের ভিডিও প্রকাশ করার পরিকল্পনা ছিল। লকডাউনের জন্য শুটিং বন্ধ, তাই এর ভিডিও করা হয়নি। বড় আয়োজনে কাজের কথা ভাবলেও তা সম্ভব হচ্ছে না বলে গানও প্রকাশ হবে না।’’

বরাবরই ঈদে টিভি পর্দার বড় অংশজুড়ে থাকেন তাহসান। করোনা মহামারির কারণে এবার সেটির ব্যতিক্রম ঘটতে যাচ্ছে- তাহসানসহ বেশ ক’জন তারকার ক্ষেত্রে।

 


   আরও সংবাদ