ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এবার ‘রিভেঞ্জ’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭২৭ বার


এবার ‘রিভেঞ্জ’

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে টানা ১১টি ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী। এরপর আচমকা তাকে পাওয়া যায় নতুন নায়কের বিপরীতে।

নিরবের সঙ্গে অভিনয় করেন ‘ক্যাসিনো’ ও ‘চোখ’ ছবিতে। তবে ‌‘চোখ’-এ আরও ছিলেন জিয়াউল রোশান। এবার এই নায়কের বিপরীতে আবারও আসছেন বুবলী। ছবির নাম ‘রিভেঞ্জ’। এটি নির্মাণ করবেন প্রযোজক মো. ইকবাল। আজ (৩ মে) সন্ধ্যায় এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

ইকবাল বলেন, ‘নয়টি ছবি প্রযোজনার পর পরিচালক হিসেবে আমি আসছি। তাই চেষ্টা থাকবে সর্বোচ্চ দেওয়ার। এ কারণে নায়িকা বাছাইয়ে অনেক সময় নিলাম। ইতোমধ্যে বুবলীর সঙ্গে আমার চুক্তি সম্পন্ন হয়েছে।’ এই প্রযোজক তিনটি ছবি পরিচালনা করছেন। এগুলো হলো—‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলী’। যার সবটাতেই নায়ক রোশান।

‘রিভেঞ্জ’ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটি অ্যাকশননির্ভর ছবি। ফলে রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে হবে। তিনি এরইমধ্যে এর অনুশীলনও শুরু করেছেন।’

জানা যায়, নতুন ছবিগুলো প্রযোজনা করছে অনুরাগ ট্রেডার্স।


   আরও সংবাদ