নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৪১ বার
মো: আবদুল আলীম: রাজধানীর দক্ষিন মুগদায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম ভঙ্গ করে বহুতল ভবন নির্মানের অভিযোগ রয়েছে। ৬৮/১/এ, দক্ষিন মুগদা, থানা: মুগদা ঠিকানায় মো: অনোয়ার হোসেন গং ৭ (সাত) তলা ভবন নির্মান করেছেন। রাজউক থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে নির্মিত ভবনটি অনিয়মে ভরা। ভবনটি চারপশে সেটব্যাক যতটুকু জমি ছেড়ে নির্মান করার নির্দেশনা রয়েছে তা ভঙ্গ করে নির্মিত হয়েছে।
এত উুঁচু ভবনটির সেটব্যাক সন্মুখে ১.২৭/১.৬০ মি: পশ্চাতে ০.৯১ মি: ডানে ০.৫০/০.৯১ মি: বামে ১.১৫/১.১০ মি: রাখা হয়েছে। এক আবেদনের প্রেক্ষিতে উক্ত এলাকার জোন- ৬/১ এর ইমারত পরিদর্শক বাসুদেব ভট্রাচার্জ্য, প্রধান ইমারত পরিদর্শক শাহনাজ খানম এবং অথারাইজড অফিসার সরদার মুহাম্মদ মাহবুবুর রহমান কর্তৃক ১০-০২-২০১ ইং স্বাক্ষরিত প্রদেয় তথ্যে এসব অনিয়মের বিষয় জানা গেছে। একটি সাত তলা উঁচু ভবনের সেটব্যাক চারপাশে অবশ্যই এত কম থাকার কথা নয়।
রাজউক থেকে প্রদেয় তথ্যে আরও জানা গেছে সরেজমিনে পরিদর্শনকালে উক্ত ইমারতে ভবন নির্মান সংক্রান্ত তথ্য বোর্ড পাওয়া যায় নি। ইমারত মালিক রাজউক অনুমোদিত নকশা পরিদর্শনকালে দেখাতে পারেন নাই। এমতাবস্থায় ভবনটি রাজউক অনুমোদিত কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। নিকটস্ত ভবন মালিকদের সাথে কথা বলে জানা গেছে রাজউকের নিয়ম ভঙ্গ করে নির্মিত এই বহুতল ভবনটি ঝুঁকিবহুল ও যে কোন সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। নাম প্রকাশ না করার শর্তে তারা আরও জানান রাজউকের আশ্রয় প্রশ্রয়ে ভবনটি অনিয়ম করে নির্মান করা হচ্ছে।
ভবনটির অনিয়মের ব্যাপারে রাজউক থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে অপরাধ বিচিত্রার স্মারক নং ৬০/অ:বি:/২০২০ তারিখ ০১-১২-২০২০ ইং এর মাধ্যমে রাজউক চেয়ারম্যান বরাবর লিখিতভাবে অনুরোধ করা হয়। উক্ত পত্রের কপি ইমারত পরিদর্শক বাসুদেব ভট্রাচার্জ্যকে দেওয়া হয়। কিন্তু দীর্ঘ ৫ (পাঁচ) মাস অতিক্রম হওয়ার পরও রাজউক থেকে অপরাধ বিচিত্রাকে এই ব্যাপারে কোন কিছু জানান হয় নাই এমনকি অনিয়মিত ভবনটির বিরুদ্ধে কোন কার্যক্রম পরিচালিত হয় নাই।
এদিকে অনিয়ম করে ঝুঁকিবহুল এই ভবনটির নির্মান কাজ দ্রুত গতিতে চলছে যা দেখার কেউ নেই। এই ব্যাপারে এই প্রতিবেদকের তদন্ত অব্যহত আছে। (চলবে)