ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৮৩ বার
অপরাধ ডেস্ক: করারোপের মাধ্যমে তামাকপণ্যের মূল্য বৃদ্ধি করে এর ব্যবহার কমানো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি হলেও বাংলাদেশে এবিষয়ে কোন সুনির্দিষ্ট নীতি বা দিকনির্দেশনা নেই। অথচ ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন করতে হলে এখন থেকেই তামাকের ব্যবহার কমানোর জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই সামগ্রিক বিষয়ে করণীয় এবং আসন্ন ২০২১-২২ বাজেট উপলক্ষ্যে তামাক-কর বিষয়ক বাজেট প্রস্তাব তুলে ধরতে প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা ‘তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক কর ও মূল্য পদক্ষেপ: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল বৈঠক আয়োজন করেছে।
আগামীকাল ১০ মে, সোমবার সকাল ১১টায় অনুষ্ঠেয় এই ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকাবেন বিশিষ্ট অর্থনীতিবিদ জাতীয় তামাকবিরোধী মঞ্চের আহ্বায়ক ড. কাজী খলীকুজ্জমান আহমদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সাবের হোসেন চৌধুরী এমপি, সভাপতি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং অনারারি প্রেসিডেন্ট, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা; জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর প্রাক্তন চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমদ; বিশিষ্ট সাংবাদিক এবং টিভি টুডে’র এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল; দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম; ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্ (সিটিএফকে) বাংলাদেশ এর লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান; বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সৈয়দ মাহফুজুল হক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর রিসার্চ ডিরেক্টর ড. মাহফুজ কবীর। বাসস এর চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন।
উক্ত অনুষ্ঠানের খবর পরিবেশনের লক্ষ্যে আপনার পত্রিকার বা মিডিয়ার একজন রিপোর্টারকে মনোনীত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিচের জুম লিংক এ সকাল ১১টায় প্রবেশ করার জন্য অনুরোধ করছি।
জুম লিংক: https://us02web.zoom.us/j/86515544079?pwd=bSsza3lHOHhCRmZqZ3VaaVY4ay9NZz09
আইডি: 865 1554 4079
পাসওয়ার্ড: 044630
বি.দ্র: অনুষ্ঠানটি facebook.com/PROGGA এবং facebook.com/tobaccoindustrywatchbd থেকে সরাসরি প্রচার করা হবে।