ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাজধানীর যাত্রাবাড়িতে রাজউকের জ্ঞাতসারে নকশা ছাড়া ভবন

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭১৩ বার


রাজধানীর যাত্রাবাড়িতে রাজউকের জ্ঞাতসারে নকশা ছাড়া ভবন

মো: আবদুল আলীম: ইহছানুল উম্মাহ হিফজুল কোরান নুরানী মাদ্রাসা, ৭৩, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা ঠিকানার পূর্ব পাশে দুইটি বহুতল ভবন নির্মান করা হচ্ছে। ভবন দুইটির সামনে নির্মান সংক্রান্ত তথ্য বোর্ড বা কোন সাইনবোর্ড নেই। ৫৩, মতিঝিল,ঢাকা থেকে প্রকাশিত অপরাধ বিচিত্রার চিফ রিপোর্টার মো: আবদুল আলীম রাজউকের ইমারত পরিদর্শক বাসুদেব ভট্রাচ্রার্জ্যর সাথে যোগাযোগ করে নির্মানাধীন ভবন দুইটি সরেজমিনে দেখিয়ে দিয়েছেন অদ্য হতে প্রায় দুই মাস আগে। ইমারত পরিদর্শক বাসুদেব ভট্রাচার্জ্য ভবন মালিকদেরকে জিজ্ঞাসা করেন যে, ভবন নির্মানের আগে রাজউক থেকে নকশা অনুমাদন নিয়েছেন কি না।

ভবন মালিকরা অপরাধ বিচিত্রার চিফ রিপোর্টার মো: আবদুল আলীমের সামনে ইমারত পরিদর্শকের কাছে স্বীকার করেন তারা রাজউক থেকে কোন নকশা অনুমোদন ছাড়া ভবন দুইটি নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। অধিকন্ত অপরাধ বিচিত্রার স্বারক নং ১২(৩)অ:বি:/২০২১ তারিখ ০৭-৩-২০২১ ইং এর মাধ্যমে রাজউক চেয়ারম্যানকে অনিয়মিত ভবন দুইটির বিষয়ে তদন্ত করে নকশা আছে কি না তা জানানোর জন্য লিখিতভাবে অনুরোধ জানান হয়েছিল। চেয়ারম্যানের দপ্তরে সিল দিয়ে রিসিভ করা লিখিত পত্রের এক কপি অপরাধ বিচিত্রা থেকে ইমারত পরিদর্শক বাসুদেব ভট্রাচার্জ্যকে হাতে হাতে দেওয়া হয়েছিল।

কিন্তু দীর্ঘ দিন অতিক্রম হওয়ার পরও রাজউক থেকে অপরাধ বিচিত্রাকে কোন কিছু জানান হয় নাই। সরেজমিনে গিয়ে দেখা যায় অনিয়মিত ও নকশা ছাড়া ভবন দুইটির নির্মান কাজ দ্রুত গতিতে চলছে। অনিয়মিত ভবন দুইটির কারণে উক্ত এলাকার ক্ষতিগ্রস্ত একাধিক ভবন মালিক এ প্রতিবেদককে জানান রাজউকের সংশ্লিষ্ট ইমারত পরিদর্শককে সরেজমিনে দেখিয়ে দেওয়ার পরও ভবন মালিকরা কিভাবে নকশা ছাড়াই রাজউকের জ্ঞাতসারে বহুতল ভবন নির্মান করছেন তা দুর্নীতির নামান্তর। এ ব্যাপারে ইমারত পরিদর্শক বাসুদেব ভটাচার্জ্যরে বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেন নাই।

মুঠোফোনে ক্ষুদে বার্তা দিলেও তিন তা আমলে নেন নাই । অথারাইজড অফিসার ৬/১, সরদার মোহাম্মদ মাহবুবুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেন নাই। এলাকা সূত্রে জানা গেছে নির্মানাধীন অনিয়মিত ভবন দুইটি ঝুঁকিবহুল এবং যে কোন সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। অনিয়মিত ভবন দুইটির নির্মান কাজ বন্ধ করে নির্মিত অংশ ভেঙে ফেলা এবং রাজউকের সংশ্লিষ্ট ইমারত পরিদর্শক ও অথারাইজড অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এলাকার সংক্ষুদ্ধদের দাবি।


   আরও সংবাদ