ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভাষানটেকে নাইটগার্ড খুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৩২ বার


ভাষানটেকে নাইটগার্ড খুন

অপরাধ ডেস্ক: রাজধানীর ভাষানটেকের পুরাতন কচুক্ষেত জেসমিন টাওয়ারে চুরির সময় বাধা দেওয়ায় নাইট গার্ড সুজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় আব্দুল মজিদ নামে আরও একজন আহত হন। রবিবার (১৬ মে) ভোরে এ ঘটনা ঘটে।

ভাষানটেক থানার পরিদর্শক অপারেশন খোরশেদ আলম বলেন, ‘নিহত সুজন ওই মার্কেটের নাইটগার্ড ছিলেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, রবিবার ভোরের দিকে পাশের একটি দোকান থেকে কয়েকটি ব্যাটারি নিয়ে পালিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। তাদের বাধা দিতে গেলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে  আব্দুল মজিদ নামে একজন আহত হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় নাইটগার্ড সুজনকে গলায় গামছা পেঁচিয়ে তুলে নিয়ে যায় তারা। পরে শেরেবাংলা নগর থানা এলাকায় নিয়ে তাকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খুনিদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে।’

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, ‘আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় গামছা পেঁছানো ছিল। ধারণা করা হচ্ছে‌, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ভাষানটেক থানার সঙ্গে যোগাযোগ হয়েছে।’


   আরও সংবাদ