ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অবৈধভাবে ভারত থেকে আসার সময় আরও একজন আটক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬২১ বার


অবৈধভাবে ভারত থেকে আসার সময় আরও একজন আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় রাকিব হোসেন (২৫) নামের একজনকে আটক করেছে বিজিবি। রোববার সকাল ১০ টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাকিব হোসেন মাদারীপুরের রাজৈর উপজেলার গুশালকান্দি গ্রামের ইউসুফ বয়াতির ছেলে। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার খবরে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

এসময় সীমান্ত পিলারের আনুমানিক ৩’শ গত বাংলাদেশ অভ্যন্তর মাটিলা গ্রামের মাঠ থেকে রাকিব হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের ও আটককৃতকে থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে। এর আগে গত ১০ মে মাটিলা ও সামন্তা সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় দালালসহ ২৮ জনকে আটক করে বিজিবি। আদালত তাদের জামিন মঞ্জুর করলে শহরের আজাদ রেস্ট হাউজে বাধ্যতামুলক কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে ৩ জনের করোনা পজেটিভ আসে।


   আরও সংবাদ