ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৮২ বার
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ বাগানে আমচাষিরা গোপাল ও গুটি আম পাড়তে শুরু করেছে। আর আম ব্যবসায়ীরা লাভের আশায় অবলম্বন করছে বিভিন্ন কৌশল। এখানে পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকেও আমব্যাবসয়ীরা আসছেন পোরশার ক্রয় করতে ।
তারা বলেন পোরশা সাপাহারের আম খেতে সুস্বাদু। দেশের বিভিন্ন অঞ্চলে এর চাহিদার কারণে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরাও এখানে এসে আম কিনছেন বাগান কিনতেছেন ব্যবসা এর উদ্দেশ্যে। এখন কেমিক্যালমুক্ত আম সবার চাহিদা বলে প্রতিটা আম ব্যবসায়ী চেষ্টা করছেন কেমিক্যাল মুক্ত আম পাঠাইতে। তাছাড়া প্রশাসনিক ভাবেই প্রচণ্ড চাপ থাকায় ব্যবসায়ীরা কেমিক্যালযুক্ত করতে ভয় পাচ্ছেন বা করছেন না।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার মোঃ আফছার আলী ভাই নওগাঁর পোরশায় আমের বাগান কিনে গোপালভোগ আম ভাঙ্গার সময় বললেন যে তিনি ৮০ হাজার টাকা দিয়ে একটি আমের বাগান কিনেছেন দৈনিক আলোকিত সকাল কে তিনি জানান এ বাগান থেকে তিনি প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করবেন বলে আশা করেন। পোরশা উপজেলার নোনাহার গ্রামের বেজোড়া বাজার মোড় সংলগ্ন বাগান থেকে তোলা ছবি এমনটাই জানা যায়।