ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গণমানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন এমপি দুদু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২৭ বার


গণমানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন এমপি দুদু

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ছোট যমুনা নদীর উপরে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে বাগজানা উচ্চ বিদ্যালয় মাঠে প্রবীন আওয়ামীলীগ নেতা ও সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে উপজেলার এলজিইডির বাস্তবায়নে প্রায় ১০ কোটি টাকার ৯৬ মিটার দৈর্ঘ্য ও ৭.৩ মিটার প্রস্থ সেতুটির উদ্বোধনী বিশাল জনসভায় সরকারের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি।
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান  আরিফুল রহমান রকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, জেলা পরিষদ সদস্য মানিক আকন্দ, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও নাট্য ব্যাক্তিত্ব রাজা চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক ও আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ হিমু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ও শিক্ষক সুমন চৌধুরী, পৌর আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক জিহাদ মন্ডল, পাঁচবিবি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিন্নুর, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মিছির আলী মন্ডল, পাঁচবিবির বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন চৌধুরী, বাগজানা ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন মাষ্টার, আওয়ামীলীগ নেতা আরিফ হোসেন, বাগজানা আছেরিয়া দাখিল মাদ্রাসার ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রাসেল কবিরসহ বাগজানা ও ধরঞ্জী ইউনিয়ন বাসি।
 


   আরও সংবাদ