ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আমির হামজার জবানবন্দি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৭৬ বার


আমির হামজার জবানবন্দি

আইন আদালত: সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় বিতর্কিত ধর্মীয় বক্তা আমির হামজা আদালতে ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া গতকাল সোমবার তার খাসকামায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে পাঁচ দিনের রিমান্ড শেষে হামজাকে আদালতে হাজির করে তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক কাজী মিজানুর রহমান।

গত ২৪ মে কুষ্টিয়া থেকে আমির হামজাকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত শাখা সিটিটিসি। এরও আগে গত ৫ মে ঢাকার সংসদ ভবন এলাকা থেকে গ্রেপ্তার ২২ বছর বয়সী তরুণ আবু সাকিব ওরফে আল আমিন জিজ্ঞাসাবাদে পুলিশকে আমির হামজার ওয়াজের বিষয়ে তথ্য দেন। পুলিশ বলছে, সাকিব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। উগ্রবাদী ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে তিনি ‘তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলার’ পরিকল্পনা করছিলেন। সাকিবকে আটকের পর রাজধানীর শেরে-বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সাকিবসহ আলী হাসান উসামা ও মাওলানা হাসান গুনবী নামে দুজনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, সাকিব মোবাইল ফোনে নিয়মিত আলী হাসান ওসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা ও হারুণ ইজহারের ওয়াজ শুনতেন। সেসব ওয়াজে যেসব বার্তা প্রচার করা হত, তাতেই তিনি উগ্রবাদে উদ্বুদ্ধ হন। এ মামলায় গ্রেপ্তার আলী হাসান ওসামা ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর আবু সাকিব রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।


   আরও সংবাদ