ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মহেশপুরে লকডাউন ঘোষনা

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৮৩ বার


মহেশপুরে লকডাউন ঘোষনা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তবর্তী বাওলী গ্রাম লকডাউন করেছে জেলা প্রশাসন। এছাড়াও উপজেলার সীমান্তবর্তী ৬টি ইউনিয়নে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবুর রহমান।

তিনি জানান, সীমান্ত এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে গ্রামটিতে ৭ দিনের লকডাউন ও সীমান্তবর্তী স্বরূপপুর, নেপা, কাজীরবেড়, শ্যামকুড়, বাঁশবাড়িয়া ও যাদবপুর ইউনিয়নে রাতে চলাচলে ১৫ দিনের জন্য বিধি নিষেধ আরোপ করা হয়েছে। ইউনিয়ন গুলোতে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত মানুষ চলাচল ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিধি নিষেধ অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 


   আরও সংবাদ