ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬১৪ বার
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ গতকাল রোববার বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পোরশা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এবং করোনাভাইরাস প্রতিরোধে আরোপিত বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে মোট ৬ টি দোকানে জরিমানা করা হয়।
দেশের সার্বিক পরিস্থিতি করোনাভাইরাস প্রতিরোধ কল্পে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশক্রমে পোরশা উপজেলা নির্বাহি অফিসার জেলার করোনা পরিস্থিতি মোকাবিলা করণীয় শীর্ষক সভার সিদ্ধান্তক্রমে পোরশা উপজেলার জন্য ৩জুন ২০২১ বেলা ১টা থেকে ৯ জুন রাত ১২টা পর্যন্ত ৯টি বিধিনিষেধ আরোপ করেন এবং অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
এ লক্ষ্যে শিশা বাজার সারাইগাছি জিরো পয়েন্ট বাজার ও নিতপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন নির্বাহি অফিসার মোঃ নাজমুল হামিদ রেজা, ও পোরশা থানা পুলিশ প্রশাসন। এ অভিযান পরিচালনা শিশা বাজারে তিনটি মুদি, সারাইগাছি জিরো পয়েন্ট বাজারে দুটি মুদি দোকান ও একটি খাবার হোটেলে জরিমানা করেন। এর পাশাপাশি জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক পরে বাড়ি থেকে বের হওয়ার পরামর্শ প্রদান করেন।