ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৯৪ বার
অর্থনীতি ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দুই বছরের শীর্ষে উঠে এসেছিল জ্বালানি তেলের দাম। কিন্তু তিনদিনের ব্যবধানে গতকাল জ্বালানি পণ্যটির দাম কমে যায়। জ্বালানি তেল খাতের বিনিয়োগকারীরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু সংলাপের ফলাফল নিয়ে আশাবাদী। ১০ জুন এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধিতে সহায়ক হবে। মূলত সরবরাহ বৃদ্ধির সম্ভাবনায় জ্বালানি তেলের দাম কমেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। অন্যদিকে চীনের জ্বালানি তেল আমদানিতে নিম্নমুখী প্রবণতাও বাজারে প্রভাব ফেলেছে।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের আগস্টে সরবরাহ চুক্তিমূল্য ব্যারেলপ্রতি ৩৮ সেন্ট বা দশমিক ৫ শতাংশ কমে ৭১ ডলার ৫১ সেন্টে নেমে গেছে। এর আগে শুক্রবার জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৭২ ডলার ২৭ সেন্টে উঠেছিল, যা দুই বছরের সর্বোচ্চ। এছাড়া যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) জুলাইয়ে সরবরাহ চুক্তিমূল্য ব্যারেলপ্রতি ৭০ ডলারে উঠেছিল। তবে গতকাল এটির দাম ব্যারেলপ্রতি ৩০ সেন্ট বা দশমিক ৪ শতাংশ কমে ৬৯ ডলার ৩২ সেন্টে নেমে আসে।
সিঙ্গাপুরভিত্তিক ফিলিপস ফিউচারসের ঊর্ধ্বতন পণ্যবাজার ব্যবস্থাপক আভতার সান্দু বলেন, ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারে ওঠার পর বিনিয়োগকারীরা মুনাফা বাড়ানোর আশায় বেশকিছু চুক্তি বিক্রি করতে সক্ষম হয়েছিলেন। মূলত আন্তর্জাতিক বাজারে ইরানি জ্বালানি তেল সরবরাহ চালু হওয়ার সম্ভাবনায় দাম কমেছে। তবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটি বাজারে ফিরতে পারবে না বলেও মনে করছেন তিনি।
জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, চীন গত বছরের তুলনায় আমদানি কমিয়ে দিয়েছে। দেশটির জ্বালানি তেল আমদানির পরিমাণ ১৪ দশমিক ৬ শতাংশ কমেছে।